গত ২৫ শে অক্টোবর ২৪ইং শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সিরাজুল ইসলাম লেকচার হলে সাহিত্যকে ভালোবেসে এই পথ চলা তাইতো আমরা হয়েছি সাহিত্যের ফেরিওয়ালা এই স্লোগানকে সামনে রেখে নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ ইং জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত গেয়ে নীরবতা পালন সহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। উপস্থাপনায় ছিলেন মোঃ বজলুর করিম উপদেষ্টা নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এবং মহুয়া মিত্র (কলকাতা) কবি ও বাচিক শিল্পী, সাহিত্য ও
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নেত্রজল সাহিত্য ম্যাগাজিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হক, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মইনুল ইসলাম রনি কবি, লেখক ও গীতিকার উপকর কমিশনার কর অঞ্চল বগুড়া। প্রধান আলোচক হিসেবে ছিলেন বহু ভাষাবিদ, বহু গ্রন্থের প্রণেতা, জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গবেষক, দৈনিক দেশ জগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ আলোচক এস.এম আব্দুস সালাম আজাদ কবি ও সংগঠক উপদেষ্টা নেত্রজল সাহিত্য পরিষদ, উদ্বোধক হিসেবে ছিলেন
সরোয়ার মাহিন গীতিকার সুরকার ও মিউজিক ডিরেক্টর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোস্তফা কামাল পাশা সম্পাদক সাপ্তাহিক অপরাধ সন্ধানী, কবি কবির হোসেন কবি ও সংগঠক, শ.ম দেলোয়ার জাহান কবি ও সংগঠক, ইলোরা সোমা কবি ও সংগঠক ইলোরা সাহিত্য কানন, রজত মিত্র আবৃত্তি শিল্পী কলকাতা, কবি এম এ আলিম উপন্যাসিক ও কলামিস্ট, কাজী নাছিমা সাথী কবি লেখিকা ও সমাজ সেবিকা উপদেষ্টা নেত্রজল সাহিত্য ম্যাগাজিন।
ড. আ.ন.ম এহছানুল মালিকী, কথা সাহিত্যিক সেকশন অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাঃ মোঃ হাফিজুর রহমান লিটু কবি ও সংগঠক আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া, শামসুন্নাহার স্বপ্না কবি ও সংগঠক সভাপতি নব তরঙ্গ সাহিত্য পরিষদ, হোপ্লেয়ারা বকুল কবি ও সাহিত্যিক, মোঃ আবু সাঈদ তরুণ উদ্যোক্তা ও সাহিত্য অনুরাগী, সুজিত ঘোষ কবি ও সংগঠক উপদেষ্টা নেত্রজল সাহিত্য পরিষদ, মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিন কবি ও সংগঠক, জয়নুল আবেদীন বিজয় প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক নেত্রজল সাহিত্য পরিষদ। উপস্থিত ছিলেন কবি, লেখক ও তাসাউফ গবেষক শাহজালাল সুজন সহ-সভাপতি নেত্রজল সাহিত্য ম্যাগাজিন, প্রতিষ্ঠাতা ও সম্পাদক বুশরা সাহিত্য ম্যাগাজিন। কবি মোঃ মোশারেফ হোসেন মাসুদ সাধারণ সম্পাদক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ও দেশের বাহির থেকে আগত বিভিন্ন কবি ও সাহিত্যিক গন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা সনদ, পরিষদের লোগো সংযুক্ত কলম ক্যাপ খুদে কবিদেরকে মেডেল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গুণীমান্যি কবিদের কবিতা আবৃত্তি, গানের আসর, সাহিত্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে নেত্রজাল সাহিত্য ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা পরিচালক সম্পাদক ও কর্ণধার জয়নুল আবেদিন বিজয় উনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সভাপতি মোঃ জিয়াউল হক উনার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।