প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৪, ১:০৯ পি.এম
চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললেন: রুবেল আহমেদ সদস্য সচিব (কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল)

কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল, রুবেল আহমেদ সদস্য সচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে দেশ পুনরাবৃত্তি স্বাধীন হয়েছে। আপনারা অবগত আছেন স্বৈরাশাসক যিনি আমাদের ভোটের অধিকার হরণ করেছিলেন, বাকশাল শ্বাসরুদ্ধ করেছিলেন, স্বাধীনতা নষ্ট করেছিলেন, সেই ১৮টি বছর তথা বাংলাদেশের মানচিত্র কে বিনষ্ট করেছিলেন, সেই স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে চলমান আন্দোলন সংগ্রামে ছিলাম।
সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের নেতা স্বনির্ভর কেরানীগঞ্জের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমান উল্লাহ আমান নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের প্রিয় নেতা ঢাকা ২ আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্বের কারণে আমরা একটি স্বাধীন দেশ পুনরায় পেয়েছি, সেই জন্য আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আপনারা জানেন হযরতপুর তথা সারা কেরানীগঞ্জকে যিনি 91 থেকে ডাকসুর বিপি হওয়ার পর থেকে, যিনি সারা কেরানীগঞ্জকে ঢেলে সাজিয়েছেন তথ্যপ্রযুক্তি বহির বিশ্বায়নে কেরানীগঞ্জের মানচিত্র ৯১বিন শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় কেরানীগঞ্জের মানচিত্র বহির বিশ্বায়নে তুলে ধরেছিলেন সেই রূপকার আমাদের প্রিয় নেতা আস্থাভাজন অভিভাবক আলহাজ্ব আমান উল্লাহ আমান তিনি তার মেধা দিয়ে কেরানীগঞ্জকে সাজিয়েছেন।
অদর ভবিষ্যতে সেই সাজানো বাগানের মালি হয়ে আমাদের প্রিয় নেতা ইরফান ইবনে আমান অমি আমাদের মাঝে অবিচল থাকবে আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। তিনি ইতি ইতিমধ্যে ঢাকা ২ আসনে মা মাটি মানুষের নন্দিত জননেতা হিসেবে আসিন হয়েছেন। এবং আমার পাশাপাশি আজকে এখানে যারা বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নেতৃবৃন্দ, এবং যুবদলের প্রেসিডেন্ট সহকারী সহ নেতৃবৃন্দ, এবং ছাত্রদলের প্রেসিডেন্টের সভাপতি সহ নেতৃবৃন্দ সকলেই আলহাজ্ব আমান উল্লাহ আমান সাহেবের, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির, এক ঝাঁক সূর্য সৈনিকেরা তাদেরকে নিয়ে আজকে আমরা একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই, হযরতপুর তথা সারা কেরানীগঞ্জে চাঁদাবাজি, হানাহানি, খুনা খুনি, কনো সংকীর্ণতা চাঁদাবাজি দুর্নীতি কেরানীগঞ্জে আমরা হতে দিব না ইনশাল্লাহ। যারা বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম করেছেন।
পাবলিক প্লেসে অনিয়ম করা সহ ইউনিয়ন পর্যায়ে বিচার সালিশে যারা অনিয়ম করেছেন, তারা অধর ভবিষ্যতে পরিষ্কার সাবধান হয়ে যান। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কেরানীগঞ্জের শহীদ রিয়াজ সহ যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: dailyamaderodikar0024@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত