মোঃ দেলোয়ার হোসেন, নিউজ রাইটার: আজ বিকেল ৪ ঘটিকায় সৈয়দপুর টাইগার ক্লাবের আয়োজনে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।টাঙ্গাইলের গোপালপুরে সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইলিভেন ষ্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন মো:রিপন, সহকারী পরিচালক ছিলেন মো:আকাশ, মো :রাকিব।আজকের ফুটবল ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন মো:বাবলু মাষ্টার। উত্তেজনাপূর্ণ খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই ইলিভেন ষ্টার ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। ২০ মিনিটের সময় গোল পরিশোধ করেন বিডি স্পোটিং ক্লাব। যার ফলে ১-১ গোলে সমতায় ফিরে দুই দল।নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে ৪-৩ গোলে ইলিভেন ষ্টার ক্লাব বিজয়ী হয়।খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন সূতি ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন,গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অটল শরিয়ত উল্লাহ, যুবদল নেতা নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এখন থেকে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শাওন হোসেন। প্রধান উপদেষ্টা: মোঃ হাসান আলী। নির্বাহী সম্পাদক: শাহাদাৎ হোসেন মিল্টন। বার্তা সম্পাদক: জাহিদ হাসান যোগাযোগের ঠিকানা: প্রধান কার্যালয়: কলাতিয়া,বেলনা বাজার, কেরানীগঞ্জ ঢাকা -১৩১৩ যোগাযোগ ই-মেইল: dailyamaderodikar0024@gmail.com +8801881293787 ,+966545109705
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত