বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে। এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই গণসমাবেশ শুরু হয়।
এই গণসমাবেশে আমান উল্লাহ আমান, ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাসমত উল্লা নবী, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, খোরশেদ আলাম, কেরানীগঞ্জ কলাতিয়া, বেলনা 7নং ওয়ার্ড এর আতাউর রহমান অপু, ঢাকা ২ আসনের বিএনপির সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্ব স্তরের সাধারণ জনগণ পাশে ছিলেন।