কবিতা রাইটার: সানজিদা সাফা।
অগ্নিশিখার মতো জ্বলে জ্বলে
তরুণ হয়েছে আজ লোহা,
রক্তের প্লাবনে ভাসছে লাশ
ছাত্র সমাজ খুঁজছে,
মৃত্যু’বিহীন এক স্বাধীনতা।
তাজা রক্তের নহর ছুটছে
গোটা ভূবন আজ আতঙ্ক
টগবগে রক্তে রঞ্জিত মাঠ
দাম দিবে কে তার এত?
মূর্খের দেশে মেধাবী হয়ে
পাপ করলি যত,
শত শত স্বপ্ন নিভে গেল নিমিষেই
সারা বিশ্ব আজ হলো কলংক।
নির্যাতন আর পাশবিক থাবায়
আটকাতে পারবে না তুমি,
রক্তের কালিতে লিখবে বিজয়
ইতিহাস আবার ও গড়বে বাঙালি….