কবিতা রাইটার: মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আশ্বিন মাসে বৃষ্টিরধারা
শহর জুড়ে বান,
গুড়ুম গুড়ুম বজ্র ডাকে
চমকে উঠে প্রাণ।
নিঝুম বৃষ্টি এলো বিকেল
মেঘ রাশি তার সুখ,
জাল গড়িয়ে বাতায়নে
ভেজায় আমার মুখ।
আশ্বিনা বৃষ্টি বারী মিষ্টি
বসুধার বুক রাঙায়,
বজ্রপাতে গুড়ুম গুড়ুম
শহর জুড়ে হলো বৃষ্টি
সৃষ্টি সরব আজ,
শহর গলিরঙ মহলে
ভেজা ভেজা সাজ।
আকাশের বুক জাগায়।
বৃষ্টি বলে বজ্র ডাকে
দূর আকাশে রই,
শীতের আবেশ ঘনঘটায়
যাচ্ছি রেখে সই।