সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আজ (১১ অক্টোবর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত কেরানীগঞ্জের বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মালম্বীদের সকলের খোজ খবর নেন। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি, মিজানুর রহমান মিনু, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক, আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক, মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ সেলিম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।