কবিতা রাইটার: মুহাম্মদ নুরুল কবির করিমী।
এতিম জনে করলে দয়া
আল্লাহ হবেন খশী ,
আমলনামা পূর্ণ করবেন
সওয়াব রাশী রাশী ।
এতিমের মাথায় দিলে হাত
আরশে আজীম কাঁপে ,
খুশী হয় রসুলে আকরাম
খুশী নিজের মা-বাপে ।
দান-খয়রাত জাকাত-ফেৎরা
এতিমকে ভাই দাও ,
ভালোবাসার প্রীতি বন্ধনে
বুকেতে জড়িয়ে নাও ।
যেখানেতে এতিম শিশুদের
আশ্রয় শিবির আছে ,
প্রতিদিন সামান্য অনুদান
পাঠান তাদের কাছে ।
এতিম দলে সাহায্য পেলে
দু’হাত উপরে তোলে
সাহায্যকারিকে মাফ করো
বলে চোখের জলে ।
এ পৃথিবী এক শস্য-ক্ষেত্র ,
আখেরাত জীবণের ,
এতিমের দোয়া পরকালে
নিশ্চয়তা পরিত্রাণের ।